২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

“উন্নয়নের জন্য মানসম্পন্ন পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সঠিক ও মানসম্মত পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যনির্ভর প্রশাসনই টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করে। তাই দেশের প্রতিটি খাতে নির্ভুল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিসংখ্যান অফিসের কর্মী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা, ছাত্র প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন প্রাঙ্গণে পরিসংখ্যানভিত্তিক তথ্যচিত্র, ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top