২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

শিক্ষা সংস্কার, এমপিওভুক্তি, বকেয়া ভাতা পরিশোধ ও শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নীলফামারী জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষক-কর্মচারীদের এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের হাতে প্রধান উপদেষ্টার উদ্দেশে স্মারকলিপি তুলে দেন শিক্ষক নেতারা।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রভাষক মো. উমর ফারুক, বিভিন্ন উপজেলার শিক্ষক প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো—
১️ বাড়ি ভাতা ৪৫ শতাংশে উন্নীত করা,
২️ চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ,
৩️ শতভাগ উৎসব ভাতা প্রদান,
৪️ প্রস্তাবিত ১,০৮৯টি এবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত করা,
৫️ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা,
৬️ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা পরিশোধ এবং
৭️ পূর্ববর্তী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনাদায়ী পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করা।

সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেন বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে শিক্ষক সমাজকে মর্যাদা দিতে হবে। আমাদের দাবি কোনো বিলাসিতা নয়—এটি ন্যায্য অধিকার। সরকার অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়ন না করলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

জেলা সেক্রেটারি প্রভাষক উমর ফারুক বলেন, “নন-এমপিও শিক্ষকদের দীর্ঘদিন ধরে অবহেলায় রাখা হয়েছে। তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকারের সদিচ্ছা থাকলে আগামী বাজেটের আগেই সব নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব।”

শিক্ষক নেতৃবৃন্দ আরও জানান, শিক্ষকদের মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয়। স্মারকলিপিতে এসব বিষয় বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top