মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
খোকসা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের বাসিন্দা, জনপ্রিয় ইসলামী বক্তা ও দ্যা হলি কোরআন ইনস্টিটিউট-এর চেয়ারম্যান, একইসঙ্গে ইউনিয়ন জামায়াতে ইসলামী চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাইদুল ইসলাম সাঈদ নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, তিনি গতকাল জয়পুরহাটে এক তাফসির মাহফিল শেষ করে ট্রেনে করে খোকসার উদ্দেশ্যে রওনা দেন। ভোর ৪ টার দিকে কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে নামার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সূত্রে জানা গেছে, সর্বশেষ ভোর ৪টার সময় তিনি তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এরপর থেকে তার সব মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
হঠাৎ এই নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের প্রিয় ভাইকে নিরাপদে ফিরিয়ে দেন।