তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
রক্তের বন্ধনে মানবতার জাগরণ—এই স্লোগানকে ধারণ করে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ব্লাড গ্রুপ, মৌলভীবাজার-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এক ছাতার নিচে মিলিত হন জেলার বিভিন্ন রক্তদাতা সংগঠনের প্রতিনিধি ও মানবসেবায় নিবেদিত স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি আসাদুর রহমান আদিল, এবং সঞ্চালনা করেন হাফেজ বিদাটাস্ত্র স্থায়োজনে। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন হয় অনুপ্রেরণামূলক এই মিলনমেলার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক এএসআই (আইন) মোঃ আব্দুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক খছরু চৌধুরী, খিদমাহ ব্লাড ব্যাংক-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, সমাজসেবী সৈয়দ আহসান আক্তার দোলন, ছাইফুল ইসলাম, ও শাহীন আহমেদ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবজাগরণ ব্লাড গ্রুপের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “রক্তদাতা ও স্বেচ্ছাসেবীরা হলেন সমাজের নীরব নায়ক। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ অন্যদের জীবনে নতুন আলো জ্বালে। মানবতার সেবায় এমন উদ্যোগই সমাজকে আরও মানবিক ও সহমর্মী করে তোলে।”
অনুষ্ঠানে নবজাগরণ ব্লাড গ্রুপের সক্রিয় সদস্য ও দায়িত্বশীলদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় পুরো মিলনায়তনে করতালির ধ্বনি ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন— জুবায়েল আহমদ ফাহিম, মাহিন আহমদ ইব্রাহিম, আলাউদ্দিন আহমেদ আব্দুল্লাহ, মেহেদী হাসান মালেক, শামসুর রহমান শান্ত, মাওলানা জুবায়ের আহমদ মাহিদ, এম তাজুল ইসলাম, আব্দুল কাদের, ফয়েজ আহমেদ, তারেক আহমেদ, শেখ নাইমসহ নবজাগরণ ব্লাড গ্রুপ মৌলভীবাজারের সদস্যবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এই উৎসবে মানবতার বার্তা ছড়িয়ে পড়ে উপস্থিত প্রতিটি মুখে। রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও সমাজসেবীদের মিলনে দিনটি হয়ে ওঠে এক অনুপ্রেরণার উৎসব।
নবজাগরণ ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন যেন মনে করিয়ে দেয়—
মানবতার সেবা কোনো পদবি নয়, এটি এক চিরন্তন দায়িত্ব। এক ব্যাগ রক্ত হয়তো কারও জীবনের নতুন ভোর।
মৌলভীবাজারের তরুণ প্রজন্মের হাত ধরে মানবসেবার এই নবজাগরণ শুধু রক্তদানে সীমাবদ্ধ নয়, এটি এক নীরব বিপ্লব—যেখানে ভালোবাসা, সহমর্মিতা ও ত্যাগের মিশ্রণে গড়ে উঠছে এক নতুন সমাজ।