মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বর্ধিত ভাতা ও আর্থিক সুবিধা নিশ্চিতের দাবিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে দীঘিনালা উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বছরের পর বছর ধরে ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা ২০ শতাংশ বাড়ি ভাতা, মাসিক ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের সরকারি প্রজ্ঞাপন দ্রুত জারির জোর দাবি জানান।
দীঘিনালা শিক্ষক সমিতির সভাপতি ও রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊষা আলো চাকমা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে সরকারের নিকট আমাদের যৌক্তিক দাবি উপস্থাপন করছি। যদি শিগগিরই দাবি বাস্তবায়িত না হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও শিক্ষকরা এখন ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তা থেকে বঞ্চিত। সরকারের উচিত শিক্ষকদের প্রতি দায়িত্বশীল মনোভাব প্রদর্শন করা।
অবস্থান কর্মসূচিতে অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, হাচিনচনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর নবী মজুমদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো পূরণে সরকার উদ্যোগ না নিলে তাদের আন্দোলন আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়া হবে।
কর্মসূচিতে দীঘিনালার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন।