২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে পরিবহনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় মকিম সরদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মকিম সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ ফকিরপাড়ার মৃত দিরাজ সরদারের ছেলে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে আরব আলী সরদার বলেন, বাবা সকালে খাবার খেয়ে ক্ষেত থেকে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top