২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রেজুয়ান আহমেদ সৈকত, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ অভিমুখে পণ্যবাহী ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ট ১৮-৯০৮৮ এর একটি চাকা ব্লাস্ট হয়ে গেলে রাস্তার মাঝখানেই ট্রাকটি দাঁড়িয়ে যায়। পেছন থেকে আরেকটি পণ্য বুঝাই ট্রাক যাহার রেজি নং ঢাকা মেট্রো ট ১৬-২৬১৬ এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ড্রাইভার আল আমিন(৪০) ও হেলপার রাশেদুল (২৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত ট্রাকচালক আল আমিন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে এবং হেলপার রাশেদুল ময়মনসিংহের কোতোয়ালি থানার কালিবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে পরিচয় পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ত্রিশাল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং নিহতদের লাশ উদ্ধার করে। ট্রাক দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ভোরে ঘটনাস্থল কুয়াশাচ্ছন্ন থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top