২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দুমকি উপজেলায়, এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

শিক্ষা উপদেষ্টার ঘোষণার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় আংগারিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুপার মাও,এনায়েতুর রহমান, দুমকী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ।

বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করবেন, কিন্তু এখনও তা কার্যকর হয়নি।বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে অবিলম্বে সরকারকে প্রতিশ্রুত সুবিধাগুলোর প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায়, তারা পরবর্তী ধাপে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top