২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সান্তাহার পৌরসভা পরিদর্শনে এসে পৌরসভার ডিজিটাল সেন্টার দর্শন, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস, সান্তাহার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

বেলা সাড়ে ১২ টায় আদর্শপাড়া ভলিবল কোর্ট ইনোভেশন কার্যক্রম দর্শন, যোগিপুকুর এলাকায় আরসিসি রাস্তা নিমার্ণ প্রকল্পের উদ্বোধন, জাহানাবাজ সিসি ঢালাইকরণ প্রকল্প, কায়েতপাড়া মাটি দ্বারা সংস্কার ও ইট সোলিং প্রকল্পের দর্শন করেন তিনি।

এরপর উপজেলা শিশু পার্ক উন্নয়ন কাজের উদ্বোধন, উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন, গাছের চারা, দগ্ধ ও প্রতিবন্ধিদের মাঝে চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার রোকনুজ্জামান, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রমূখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top