২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কুরআন বিতরণ

মোঃ ফাহিম,‎পবিপ্রবি প্রতিনিধি:

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “উন্মুক্ত কুরআন বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২১ অক্টোবর) পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বিজয় ২৪ চত্বরে বিকাল ৫ ঘটিকায় সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন  এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদ রিয়াদ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পবিপ্রবি শাখার সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ গোলাম রাব্বি সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

‎শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কুরআনের অনুলিপি তুলে দিয়ে আয়োজকরা ইসলামী জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়৷

পবিপ্রবি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন,“কুরআন মানবজাতির জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে আজকের এই আয়োজন। আমরা চাই, কুরআনের জ্ঞানে গড়ে উঠুক বিবেকসম্পন্ন ও মানবিকতাবোধসম্পন্ন এক নতুন বাংলাদেশ।”

‎২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, “এই উদ্যোগ আমাদের ধর্মীয় অনুপ্রেরণা ও নৈতিক মূল্যবোধকে আরও গভীর করেছে। বিশ্ববিদ্যালয় জীবনে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

‎আয়োজকরা জানান, কুরআনের আলো ও জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top