২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় যোগ্য যোদ্ধাদের বেছে নেওয়া হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম এমন যোদ্ধাদেরই নির্বাচিত করা হবে। প্রশাসনে রদবদলের পূর্ণ দায়িত্ব তার হাতে থাকবে এবং ভোটকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি নেতাদের সঙ্গে আলোচনায় ড. ইউনূস জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি নিজে নির্বাচনের আগে প্রশাসনে সকল পরিবর্তন তত্ত্বাবধান করবেন। জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে একাধিক ‘ফিট লিস্ট’ থেকে যোগ্য কর্মকর্তাদের বেছে নিয়ে ভোটের আগেই দায়িত্ব দেওয়া হবে।

বিএনপি নেতারা বৈঠকে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, বিতর্কিত কর্মকর্তা ও আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিদের ভোটের কাজে না রাখার জন্য। তারা প্রশাসনে রদবদলের সময় সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top