২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটি’তে ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. খোকন হোসেন

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(পি এম ই) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. খোকন হোসেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। ২১ অক্টোবর (মঙ্গলবার) বিভাগীয় চেয়ারম্যানের কক্ষে ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জানা যায়, অধ্যাপক ড. খোকন হোসেন একজন বর্ণাঢ্য একাডেমিক ও গবেষণা জীবনের অধিকারী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্পেনের খ্যাতনামা University of Santiago de Compostela থেকে দ্বিতীয়বারের মতো এম.এস. ডিগ্রি এবং জার্মানির বিশ্ববিখ্যাত Max-Planck Institute for Nuclear Physics, Heidelberg থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
এ পর্যন্ত তাঁর প্রায় অর্ধশতাধিক বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের দিন প্রফেসর ড. খোকন হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিভাগের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top