২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত : নিরাপদ গতি ও মানসম্মত হেলমেট ব্যবহারে গুরুত্বারোপ

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুস সালাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মাখন চন্দ সূত্রধর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রিয়াজ মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার বেগম, নিসচা সহ-সভাপতি বকুল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, পৃষ্ঠপোষক দুরুদ মোহাম্মদ, শিক্ষক এ কে আব্দুস সালাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিএনপি’র সাবেক উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর আহ্বায়ক সোয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক সরওয়ার শোকরানা নান্না, সাবেক কমিশনার সৈয়দ জামাল হোসেন, পৃষ্ঠপোষক আবু বক্কর, জামায়াতে ইসলামী কমলগঞ্জ সূরা সদস্য ও পৌর সভাপতি এবাদুর রহমান, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক সাহিদ আহমদ, কমলগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল আহমদ, আদমপুর শাখার সভাপতি মোঃ রিয়াজ মিয়া, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সমন্বয়কবৃন্দসহ নিসচা সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। চালক-যাত্রী সকলকেই ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে।”

এ বছরের নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল—
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি।”

অনুষ্ঠান শেষে সকল উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তা বিষয়ক শপথ পাঠ করেন।
আলোচনা সভা ও র‌্যালিতে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং মানবিকতার উজ্জ্বল বার্তা

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top