২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুর আড্ডা থেকে নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি আজাহারের

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা থেকে আজাহার আলী (৬৪) নামে এক ব্যক্তি নিখোঁজের দেড় মাসেও সন্ধান মিলেনি।

নিখোঁজ ওই ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর (আড্ডা) গ্রামের সলেমন আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে,গত ২৯ আগস্ট রাত সাড়ে আটটার সময় আড্ডা থেকে ঢাকা কাকরাইল মসজিদে তাবলীগের উদ্দেশ্যে রওনা দেন তিনি ,পরের দিন গত ৩০ আগস্ট বিকেল চারটার সময় তার মেয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বলে এখনো পৌঁছায়নি রাস্তায় আছি তারপর থেকে পরিবারের সাথে আর কোন যোগাযোগ নেই এমনকি ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ ওই ব্যক্তির বয়স ৬৪ বছর,তিনি দীর্ঘদিন যাবত উপজেলার আড্ডাবাজারে মাখন গার্মেন্টস এন্ড বস্ত্রালয় নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।

এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে ‪+880 1768-459636‬ অথবা ‪+8801728172984‬ নাম্বারে বা নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন নিখোঁজের ছেলে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top