২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ার জলেশ্বরীতলা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও বগুড়া আদমদিঘী উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুস সালাম (৬০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম আদমদিঘী উপজেলার ভেনলা গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে।

বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা, হত্যাচেষ্টা ও নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি অন্যতম এজাহারনামীয় আসামি। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top