২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিসিএস চাকরি প্রত্যাশীদের ৪ দফা দাবি পেশ করল এনসিপি

নিজস্ব প্রতিনিধি:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিসিএস চাকরি প্রত্যাশীদের চার দফা দাবি উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধিদল এসব দাবি তুলে ধরে।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার দিবাগত রাতে দেওয়া এক পোস্টে বিসিএস চাকরি প্রত্যাশীদের দাবিগুলোর বিস্তারিত উল্লেখ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫’ (২০২৩ সালের নন-ক্যাডার বিধির সংশোধিত রূপ) অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা। এতে নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এছাড়া ২০২৩ সালের নন-ক্যাডার বিধির সংশোধন প্রক্রিয়া ত্বরান্বিত করে চলমান ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএস থেকে সর্বাধিক সংখ্যক নন-ক্যাডার পদে প্রার্থীদের সুপারিশের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ৪৪তম বিসিএস পুনর্মূল্যায়ন বিধি দ্রুত সংশোধন করে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের অধিযাচিত পদে দ্রুত সুপারিশ সম্পন্ন করার দাবি জানায় দলটি।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা তারুণ্যনির্ভর দল হিসেবে এনসিপি একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও পরীক্ষার্থীবান্ধব চাকরি ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তারা উল্লেখ করেছে যে, এনসিপি অতীতের মতো ভবিষ্যতেও চাকরি প্রার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবির পাশে থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top