মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোনালী ব্যাংক পিএলসি. উজিরপুর বন্দর শাখার উদ্যোগে বিশেষ গ্রাহক সেবক পক্ষ এবং ঋণ আদায় ও বিতরণ ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত।
২২ অক্টোবর সকাল ১১ টায় ব্যাংক কার্যালয়ে “৯০দিনের বিশেষ কর্মসূচী” তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ এবং ঋণ আদায় ও বিতরণ ক্যাম্প এর আয়োজনে সোনালী ব্যাংক উজিরপুর শাখার ম্যানেজার মনোদ্বীপ বেপারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সোনালী ব্যাংক পিএলসি. জেনারেল ম্যানেজার’স ও জেনারেল ম্যানেজার(ইনচার্জ) মোঃ মাহমুদুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সোনালী ব্যাংক পিএলসি. প্রিন্সিপাল অফিস বরিশাল ওয়েস্ট এর ডেপুটি জেনারেল ম্যানেজার বিভাষ চন্দ্র হাওলাদার এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম।
ঋণ বিতরণ কর্মসূচিতে উজিরপুর বন্দর শাঁখা সোনালী ব্যাংক ১কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করেন অপরদিকে খেলাপি গ্রাহকদের কাছ থেকে ২০ লাখ ২হাজার টাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, সোনালী ব্যাংক এর টাকার মালিক জনগণ তাই এই ব্যাংক থেকে যে উদ্দেশ্যে ঋণ নেয়া হবে সেই কাজে ব্যবহার করে নিজেকে স্বাবলম্বী হয়ে সময় মত ঋণ পরিশোধ করে দেশের বোঝা নয় সম্পদ হিসেবে নিজেকে আত্মনির্ভরশীল করে নিজেকে গড়ে তুলতে হবে।
এ সময় অতিথিরা বক্তব্যে বলেন, ব্যাংকে টাকা জনগণের তাই ঋণ নিয়ে টাকা সঠিক পথে ব্যবহার করতে হবে, এবং সঠিক পথে বিনিয়োগ করে নিজেকে স্বাবলম্বী ও ব্যাংকে ঋণ পরিশোধ করে দেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সাথে ঠিকমত লেনদেনের মাধ্যমে অন্য গ্রাহকদেরকে ঋণ নেয়ার সুযোগ দিতে হবে।
সভায় আনুষ্ঠানিকভাবে ঋণ খেলাপি গ্রাহকদের কাছ থেকে বকেয়া অর্থ প্রধান অতিথির হাতে তুলে দেন গ্রাহকরা।
ঋণ বিতরণের সময় বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তাদের মাঝে ঋণের অর্থ তুলে দেন প্রধান অতিথি।
ব্যাংক সূত্রে জানা যায়, দেশের তরুণদেরকে আত্মনির্ভাসীল করতে সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডির ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচীকে বাস্তবায়ন করতে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী,গ্রাহকসহ সকালের সহযোগিতা কামনা করেন উজিরপুর বন্দর শাখার।