নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানীকে পঞ্চগড়ের সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার ছেলে আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বুধবার ফজর নামাজের পর মাওলানা মহিবুল্লাহ মাদানী হাটাহাটি করতে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মহিবুল্লাহ জুমার খুতবায় হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন এবং হিন্দু ছেলেদের মাধ্যমে মুসলিম মেয়েদের প্রতারণা করে সামাজিক অবক্ষয় ঘটানোর বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিতেন। এ ধরনের বক্তব্যের পর থেকেই তিনি হুমকি পাচ্ছিলেন এবং একাধিক উড়ো চিঠিও পেয়েছিলেন।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, মাওলানা মহিবুল্লাহ মাদানীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।