নিজস্ব প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রসিকিউশনের সর্বশেষ দিনের যুক্তিতর্ক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গণহত্যায় জড়িতদের বিচার না হলে জুলাইয়ে শহীদ ও আহতদের ওপরই চরম অবিচার হবে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করেছিলাম যে শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন; কারণ তিনি নিজে অন্যদের উদ্দেশে বলা কথায় সাহস দেখাতে বলেছিলেন। যদি তিনি সত্যিকারভাবে তা বলেন, এদেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত ছিল। তিনি দাবী করেন, এসব আসামির শাস্তি না নিশ্চিত করা হলে দেশের অনেক মানুষের জীবন বিপন্ন হতে পারে এবং ইতিহাসে মানুষ ভীরু ও কাপুরুষ হয়ে থাকবে। তাই তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে অনুমানভিত্তিক প্রত্যাশা জানিয়েছেন।
ট্রাইব্যুনাল থেকে বলা হয়—ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং দুই পক্ষই ন্যায়বিচার পাবেন। বর্তমানে প্রসিকিউশন ঐ মামলায় শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করছে; এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য দিন ধার্য করবেন।
এর আগে ওই মামলায় নানা পর্যায়ে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন—জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ পরিবারের সদস্য, আহত ও চিকিৎসকসহ। সাক্ষ্যগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে জুলাই গণহত্যা, নৃশংসতা ও নির্যাতনের ঘটনার বিবরণ; পাশাপাশি নির্দেশদাতাদের ও বাস্তবায়কদের নাম-পরিচয়ও উত্থাপিত হয়েছে। প্রসিকিউশন উল্লেখ করেছে, এখন পর্যন্ত প্রস্তাবিত সাক্ষ্য ও প্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের দোষ প্রমাণের জন্য যথেষ্ট বলে তারা বলছে।