২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

“জুলাইকে বিপ্লব বলতে ভয় পায় বড় রাজনৈতিক দলগুলো”— মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো “জুলাইকে বিপ্লব বলতে ভয় পায়”, কারণ তারা স্ট্যাবলিশমেন্টের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ভুগছে। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স অডিটোরিয়ামে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য: ক্ষমতা না জনতা” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টি।

মাহমুদুর রহমান বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না। কেন চায় না, তা আমি জানি না। কিন্তু বিপ্লব শব্দে এত ভয় কেন? হয়তো কারণ, বিপ্লব মানে স্ট্যাবলিশমেন্ট ভেঙে দেওয়া, ক্ষমতার শেকল ছিন্ন করা। এই দলগুলো সেই শেকল ধরে রাখতে চায়, কারণ স্ট্যাবলিশমেন্ট ভাঙলে তাদের ক্ষমতা হারানোর ভয় কাজ করে।

তিনি আরও বলেন, জুলাইয়ে যে গণআন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল, সেটি কি আমরা ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রামের পর কখনো দেখেছি? গত ৫৪ বছরের ইতিহাসে এমন গণজোয়ার ও আত্মত্যাগ আর হয়নি।

বিপ্লবে শহীদদের স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, রংপুরে আবু সাঈদ শহীদ হয়েছেন, চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছেন, কুমিল্লায় শহীদ হয়েছেন ৩৯ জন। উত্তরা, যাত্রাবাড়ীসহ অনেক জায়গায় রক্ত ঝরেছে। যদি এটাকে বিপ্লব না বলা হয়, তবে বিপ্লব কাকে বলব?

তিনি জোর দিয়ে বলেন, জুলাই আন্দোলন শুধু সরকারের পতনের দাবি ছিল না, এটি ছিল জাতির আত্মমুক্তির আহ্বান। যারা এটিকে বিপ্লব বলতে ভয় পায়, তারা জনগণের শক্তিকেই ভয় পায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনা করেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top