২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫-এর খসড়ায় গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সংশোধনী নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আরপিও সংশোধনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান বাতিল করা। পাশাপাশি ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান।

তিনি আরও জানান, ২০১৪ সালের একতরফা নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতে এই বিধান যুক্ত করা হয়েছে। যদি কোনো প্রার্থী একক থাকেন এবং ভোটাররা তাকে ‘না ভোট’ দেন, তাহলে সেই আসনে পুনরায় নির্বাচন হবে।

নতুন সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থীদের দেশি ও বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ হলফনামায় দিতে হবে এবং তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, জনগণের জানার স্বার্থে প্রতিটি প্রার্থীর আর্থিক তথ্য অনলাইনে উন্মুক্ত রাখতে হবে।

এছাড়া নির্বাচনী জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক দলকে ৫০০ টাকার বেশি অনুদান দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক এবং অনুদানদাতার আয়কর রিটার্ন জমা দিতে হবে।

নতুন সংশোধন অনুযায়ী, বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে ভোট দিতে পারবেন। ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হবে। কোনো এলাকায় ব্যাপক অনিয়ম হলে পুরো এলাকার ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, জোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতে নতুন বিধান যুক্ত করা হয়েছে, যাতে ভোটাররা সহজে বুঝতে পারেন কোন দল থেকে প্রার্থী হচ্ছেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top