২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা তাৎক্ষণিকভাবে পদ ছাড়তে রাজি হননি এবং আরও সময় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আপাতত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি। তিনি সরকারের দায়িত্বে থেকে কাজ চালিয়ে যেতে চান। অন্যদিকে স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন, যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

গত ১৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে জানান, “দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি—আমি কবে পদ ছাড়ব, তা এখনো জানি না।”

সম্প্রতি এই দুই ‘এনসিপি-ঘনিষ্ঠ’ উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এনসিপির নেতারা বলছেন, উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকা সত্ত্বেও কেবল ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের পরামর্শ দেওয়া অন্যায় ও অগ্রহণযোগ্য।

রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনাও রয়েছে। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদে রদবদলের বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বিএনপি ইতোমধ্যে উপদেষ্টা পরিষদ থেকে দলীয় ঘনিষ্ঠ ব্যক্তিদের অপসারণের দাবি জানিয়েছে। অন্যদিকে এনসিপির অভিযোগ, কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। জামায়াতে ইসলামীও অভিযোগ করেছে, কিছু উপদেষ্টা সরকারের ভেতরে থেকে রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত আছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top