২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর বাড়িতে হামলা, লুটপাট ও নারী-পুরুষকে মারধরের অভিযোগ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর বাড়িতে হামলা, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। গত শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের পেঁচিপাড়া (গাল সঙ্কুল) গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোসাঃ ববিতা বেগম (জলি) শিবগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান, একই এলাকার বাচ্চু আলী, কালু আলী, কেম আলী, মজিবুর, হারুন আলী, ইমন আলী, মোমিন, সেন্টু আলীসহ ৮-৯ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আসামিরা তার স্বামী মোঃ মশিউর রহমানকে (৪০) বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে এবং তাকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হামলায় বাধা দিতে গেলে ববিতা বেগম ও তার দেবর জসিম আলী (২৭)-কেও মারধর করা হয়। হামলাকারীরা ঘর ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মশিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয়রা জানান, মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ মশিউর রহমান (৪০) এর বাড়িতে এ ঘটনার কয়ক দিন পূর্বে চুরি হয় বাড়ির আসবাবপত্র নিয়ে যায়, তার ১-২ দিন পর প্রমাণসহ চোরটিকে আটক করে স্থানীয়রা পরে চোরটিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এক মহিলা এসে আসবাবপত্র দিতে না পারাই তার দুই কানে থাকা স্বর্ণ দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়, পরে আবার গ্রাম সালিসের মাধ্যমে সেই মহিলাকে দুই কানে থাকা স্বর্ণ ফেরত দেওয়া হয়। তার পরের দিন ৮-১০ জন এসে মশিউর রহমানের বাড়িতে হামলা, লুটপাট ও নারী-পুরুষকে মারধর করেন। এমতাবস্থায়
স্থানীদের দাবি যারা একাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুর্ত বিচার করা হক।শিবগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর মোঃ কবির হোসেন জানান, “অভিযোগটি পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top