২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির বহরপুরে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা আজ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:]

‘মাদককে না বলি, মাঠে এসে খেলা করি’ এই মূলমন্ত্রে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে বাড়াদী-নারায়ণপুর, বহরপুর-শেকাড়া (বিএনবিএস) ক্লাবের আয়োজনে হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠ (বহরপুর) আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

খেলায় অংশগ্রহণ করবে, কুষ্টিয়ার খোকসা উপজেলা ফুটবল একাদশ বনাম কুমারখালী উপজেলা ফুটবল একাদশ।

প্রথম সেমিফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাঠের প্রাক্তন খেলোয়াড় রঞ্জিত কুমার পাল, মিল্টন মোল্লা, আবু বক্কর, মোহাম্মদ আলী (মহাই), মিরাজুল হক, অসিম কুমার সিকদার (কার্তিক), শুভেন্দ্রনাথ সিকদার (বাবলু), রইচ উদ্দিন আনসারী, বাবুল মোল্লা, আব্দুস সোবহান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানা, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, শামীম আহমেদসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠটি একটি খেলা উপযোগী মাঠ। আর এখানকার ছেলেরা খেলা প্রিয়। সকলকে সাথে নিয়ে আমরা যে খালাটি পরিচালনা করে আসছি আজ শুক্রবার তার প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটবে।

আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল খেলার আয়োজক বিএনবিএস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা বলেন, আমাদের যুবসমাজ আজ মাদক আর মোবাইলে ডুবে পড়েছে। তাদেরকে এইসব নেশা থেকে বের করে আনতে খেলাধুলার বিকল্প নেই। সাবেক খেলোয়াড়দের পরামর্শে খেলার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম রাউন্ড শেষ করে আজ প্রথম সেমিফাইনাল। সুষ্ঠুভাবে খেলাটি শেষ করতে পারবো বলে আমিসহ খেলা পরিচালনা কমিটির সকল সদস্যগণ আশাবাদী।

খেলায় কুষ্টিয়ার খোকসা উপজেলা ফুটবল একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য দেখাবেন, দেশ বরেণ্য সব খেলোয়ারেরা। সেইসাথে কুমারখালী উপজেলা ফুটবল একাদশেও থাকছে মাঠ কাঁপানো খেলোয়ারের উপস্থিতি।

খেলাটি পরিচালনা করবেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি মোঃ নুরুল ইসলাম নুরু, সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন, মোঃ আলী মুনছুর, মোঃ লিটন খান, চতুর্থ রেফারি হিসেবে থাকবেন নাজমুল হাসান।

উক্ত খেলার প্রথম থেকেই মিডিয়া পার্টনারের দায়িত্ব রয়েছে, রাজবাড়ীর বহুল পরিচিত ও প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ, দৈনিক বায়ান্ন, দৈনিক অভয়নগর, দৈনিক একুশের কথা, দৈনিক জনতার আদালত, অনলাইন নিউজ পোর্টাল প্রভাত টাইমস, উত্তরবঙ্গের সংবাদ, আমার বাংলাদেশ, মর্নিং পোস্ট।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top