২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘি সদরে বিএনপি‘র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামের পাশে একটি চাতালে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ সমাজ সেবক মোজাফ্ফর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির সবুজ সংকেত প্রাপ্ত এমপি পদপ্রার্থী আব্দুল মহিত তালুকদার।

উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব দুলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, প্রফেসর গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, সান্তাহার পৌর মহিলা দলের নেত্রী এইচএম মুক্তা বেগম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাওসার দ্বীপ, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল শাখার সভাপতি আহসান হাবিব প্রমুখ।

প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে সমাজকে বিভক্ত করেছে। আমাদের দ্বায়িত্ব এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা। তাই বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় যুবদল নেতা কোরবান আলী, রিয়ন সরকার, মারুফ সরদারসহ-বিএনপি ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top