২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় পরিবেশগত মৌলিক সমস্যা থেকে উত্তরণ ও প্লাস্টিকের বিকল্প ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “প্লাস্টিক বিকল্প পণ্যের প্রদর্শনী মেলা” অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার সকালে উপশহর অফওস চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নিলুফা ইয়াসমিন, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার ও বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্য প্রকৃতি এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পরিবেশ সংরক্ষণে বিকল্প উপকরণ ব্যবহারে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। মেলায় স্থানীয় উদ্যোক্তারা পাট, বাঁশ, কলাপাতা, মাটিসহ নানা পরিবেশবান্ধব উপকরণে তৈরি পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীরা এসব বিকল্প পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। মেলায় মোট ৯টি স্টল অংশ নেয়। এর আগে সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top