২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টাইফয়েড থেকে রক্ষা, সচেতন হোন: আপনার শিশুর জন্য টিকা নিন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনসাধারণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক সাইদুল হক মুরাদ তার ১৪ বছর বয়সী পুত্র ও ৯ বছর বয়সী কন্যা সন্তানের শরীরে টাইফয়েড টিকা প্রদান করান।

সরাসরি টিকা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন। তিনি বলেন,

“কিছু কুচক্রী মহল টাইফয়েড ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব গুজবে কান না দিয়ে আমাদের শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহাব্বত খান, ডা. সুবল, ডা. সোহেল, সাংবাদিক মোঃ ফারুক, খন্দকার নিরব, সৈয়দ ইউনুস।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
প্লে-নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয়ে ৩০ অক্টোবরের মধ্যে টিকা পাবে।

অন্যদিকে, বিদ্যালয়ে না যাওয়া ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশের সব ইপিআই কেন্দ্রে টিকা নিতে পারবে।

টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং প্রাপ্ত টিকা কার্ড সঙ্গে নিয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের অংশগ্রহণে এ টিকাদান কার্যক্রমে সাধারণ মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top