নিজস্ব প্রতিনিধি:
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে পদ ছাড়লেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক জুবায়ের। তার স্থলে নিয়োগ পেয়েছেন ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার তারেক জুবায়েরকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হিসেবে মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে প্রসিকিউশন বিভাগে পদায়ন করা হয়েছে।
এর আগে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রসিকিউশন বিভাগের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বদলি বাণিজ্য এবং বন্দিদের অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়, আদালতের জিআর (সাধারণ নিবন্ধন) শাখার নথি আটকে রেখে বিচারপ্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় করা হতো। পাশাপাশি হাজতখানায় বন্দিদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের প্রমাণও পাওয়া যায়।
জানা গেছে, আদালতে কর্মরত এক সাব-ইন্সপেক্টরের (এসআই) নেতৃত্বে এই ঘুষ বাণিজ্য পরিচালিত হতো। অভিযোগ রয়েছে, এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে ডিসি প্রসিকিউশন তারেক জুবায়েরের প্রত্যক্ষ সম্পৃক্ততাও ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে পদ থেকে সরিয়ে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।