২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নটরডেমিয়ান সোসাইটি অব জেএনইউ নির্বাহী কমিটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান সোসাইটি অব জেএনইউ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫-২০২৬ সেশনের রোডম্যাপ প্রকাশ করেছে। আজ
শুক্রবার (২৪ শে অক্টোবর) উপদেষ্টা মন্ডলীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানান সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মামুন ভূইয়া। তিনি জানান নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি গঠন করে। এতে সংগঠনের সদস্য ও যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলের মধ্যে এক ধরনের আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় যার মাধ্যমে অন্যান্য সংগঠন ও অনুপ্রাণিত হয়।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ছয় কমিটির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবে ফিন্যান্স বিভাগের ২০১৫-২০১৬ সেশনের মনিরুল ইসলাম রাজন। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ই নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার জানায় এবার প্রায়ই ৫০০ ভোটারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দিতে পারবে শুধুমাত্র জবি ১৫ থেকে ২০ তম আবর্তনের শিক্ষার্থীবৃন্দ যারা নটরডেম কলেজ ঢাকা থেকে পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত আছে। কার্যনির্বাহী কমিটিতে অংশ নিতে পারবে জবি ২০ তম আবর্তনের সদস্যবৃন্দ।

২০২৪- ২০২৫ সেশনের কমিটির সভাপতি ছিলো জহিরুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক তায়েবুর রহমান। দুজনই জবি ১৫ তম আবর্তনের শিক্ষার্থী ছিলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top