মো: জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৯নং সন্ধানপুর ইউনিয়ন, ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে “আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন-এর উদ্দেশ্যে আজ শুক্রবার সকালে এক গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির। তিনি তাঁর বক্তব্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে নেতৃবৃন্দ আগামী দিনের কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।