২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা পৌঁছে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

প্রতিবেদনে দুইজন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভ্যান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও নীতির প্রতি যুক্তরাষ্ট্রের গভীর হতাশা প্রকাশ করেছেন। গত রোববারের ইসরায়েলি হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, ইসরায়েলের আচরণ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

একজন হোয়াইট হাউজ কর্মকর্তা পলিটিকোকে বলেন, “যা প্রকাশ্যে বলা হচ্ছে, সেটিই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকৃত অনুভূতি প্রতিফলিত করে।”

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও পশ্চিম তীর সংযুক্তিকরণ সংক্রান্ত ইসরায়েলি সংসদের নতুন বিলের তীব্র সমালোচনা করেছেন। বিশ্লেষকরা এটিকে ওয়াশিংটনের দীর্ঘদিনের ইসরায়েলপন্থি নীতির সঙ্গে এক ধরনের অস্বাভাবিক দূরত্ব হিসেবে দেখছেন।

এদিকে ফিলিস্তিনিদের নিকট “নেলসন মেন্ডেলা” খ্যাত মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ইসরায়েল সফরে বারঘুতির মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই চুক্তির সবচেয়ে বড় বাধা ছিল হামাস নয়, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারত, কিন্তু আমি নেতানিয়াহুকে থামিয়েছি—এর পরই সবাই একত্রিত হয়েছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top