২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের পরবর্তী সরকারের লাভজনক পদে না নেওয়ার জন্য অধ্যাদেশ প্রণয়ন করা হোক: ফাওজুল কবির

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে। এ বিষয়টি ঘিরে বিতর্ক এড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাময়িক নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার জন্য অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক প্রোফাইলে তিনটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে বা সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি।’

ফাওজুল কবির আরও উল্লেখ করেছেন, ‘যদিও প্রশ্ন উঠেছে, এটি নিষ্পত্তি করা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তারা পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশগ্রহণ করতে পারবে না। এ মর্মে একটি অধ্যাদেশ জারি করলে সমস্যার সমাধান সম্ভব হতে পারে।’

তবে তিনি শর্ত হিসেবে জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top