নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, “যদি নেতৃত্ব পরিবর্তন হয় কিন্তু নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি আগের মতোই থাকে, তবে দেশের মানুষের ভাগ্য কখনই পরিবর্তন হবে না।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালীতে গণসংযোগ শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, দেশের জন্য প্রয়োজন এমন নীতি যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, “গত ১৫ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগ আমাদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কুরআনের প্রোগ্রাম ও রমজানে ইফতারের আয়োজনও করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময়ে তারা হামলা করে রক্তাক্ত করেছিল।”
মাসুদ সাঈদী উল্লেখ করেন, বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কিছু দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে, ফলে তারা জনগণ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তিনি যোগ করেন, “ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।”
তিনি বলেন, একজন ভালো নেতা তখনই সফল হন, যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে।