সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড কৃষকদলের আয়োজনে কর্মীসভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সঞ্চালনায় বানেশ্বর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রবিন আলী ও বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক সুমন পারভেজর সার্বিক সঞ্চালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রায়হান সরদার হিরো, প্রধান বক্তা বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব সুলতান আলী ও সম্মানিত অতিথি জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন মাষ্টার, বিশেষ অতিথি বিএনপি নেতা মিঠুন মোল্লা এবং বানেশ্বর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আ: কাদেরের সভাপতিত্বে কর্মীসভা টি অনুষ্ঠিত হয়।
কৃষক দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কৃষকের উন্নয়নের জন্য কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মেনে চলতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কৃষকের দুঃখ দুর্দশা সমস্যাগুলো শুনতে হবে ও কৃষি খাতের উন্নয়নের জন্য কাজ করতে হবে বলে ব্যক্ত করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান সোহেল, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা, প্রচার সম্পাদক আবির হাসান রনি, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক কানিজ ফারুক, বানেশ্বর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মানিক আলী শাহ্, ,বানেশ্বর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মো: আমির হামজা, সহ-সভাপতি নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আকবর আলী, পান্না, মাহাবুর, রবিউল সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।