এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেন মির্জানগর ইউনিয়ন বিএনপি।
২৪ অক্টোবর (শুক্রবার ) বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নে ফেনী- ১ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ০১ এর সাংগঠনিক সমন্বয় রফিকুল আলম মজনুর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পূর্ব মির্জানগর আলাম মাস্টারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ছাত্রনেতা, আবুল কালাম আজাদ বলেন, ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। এলাকার রাস্তাঘাট বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন তিনি, তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। দেশ আজ এক দুঃসময় অতিক্রম করছে। গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার আজ বন্দী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয়ই হবে জনগণের মুক্তির বিজয়।’
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে।
মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। এজন্য প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে, নারীদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের নেতা তারেক রহমান বলছেন বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা হোসনে মোবারক হারুন, আমান উল্লাহ, কাউসার আলম, নুরুন্নবী প্রমুখ।
মির্জানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি, দুলাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন নসু, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন চৌধুরী,সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।