২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নেতা-কর্মী, প্রতিবাদে বিক্ষোভ ও পদত্যাগ রিফাজ বিশ্বাস লালন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

ত্যাগীদের বাদ রেখে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। গঠিত কমিটি প্রত্যাখ্যান ও অবাঞ্চিত করে ঈশ্বরদীতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন ও ১২ জনের কমিটি থেকে পাঁচজন পদত্যাগ করেছেন

গতকাল দুপুরে কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্নবাসন এবং সৎ যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন না করায় বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ঈশ্বরদী সরকারি কলেজে আবারও সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদল নেতা ও সদ্য গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম শাওন।

জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ১২ সদস্যদের নাম ও পদ সম্বলিত কমিটি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘোষিত কমিটিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষর রয়েছে। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ছাত্রলীগের ইমরান খাঁন ও ওমর শেখ শান্ত এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তারেক মন্ডলকে পদায়ন করা হয়েছে। তারা তিনজনই ছাত্রলীগের ওয়ার্ড কমিটির বিভিন্ন পদে রয়েছেন এবং বিগত সংসদ নির্বাচনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে রিয়ামুল ইসলাম (রিয়াম) নামের একজনকে মনোনীত করা হয়েছে। যাকে চেনেন না কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। গত ১৫-২০ দিন পূর্বে তিনি ঈশ্বরদী সরকারি কলেজে ভর্তি হয়েছেন। এখনও তার কলেজ আইডি কার্ডই হয়নি বলে উল্লেখ করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, অভিযোগের বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোন সিদ্ধান্ত জানানো হয়নি। সংবাদ সম্মেলন শেষে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা ইমরান হোসেন সোহাগ, নাজমুল হাসান রিশাদ, সাগর হোসেন, লালন হোসেন, ওমর শেখ শান্ত, সেজন মোল্লা, রিয়াদ ইসলাম, অনিক আলী, আব্দুর রহমান, আকাশ খান ও ফাহিম ইসলামসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্ররা।

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জানান, কেন্দ্রীয় কমিটি খোঁজখবর ও তদন্তের মাধ্যমে এই কমিটি ঘোষণা দিয়েছেন। এখানে জেলা কমিটির কিছু করার নেই। ছাত্রলীগারদের দিয়ে কমিটির বিষয়ে কোন অভিযোগ পাননি জানিয়ে তিনি আরও বলেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে তাদের সাথে কোন ধরণের আলোচনা হয়নি বা তাদের কিছুই জানানো হয়নি। কমিটিতে ছাত্রলীগের কেউ থাকলে তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top