মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে ঘর সহ মোঃ মিলন (৫০) নামে এক ব্যক্তির হাত-পায়ের মাংস উড়ে যাওয়াসহ মারাত্বক আহত হয়েছেন। তিনি রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর এলাকার নুরু মিয়ার ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোঃ মামুন সরদার বলেন, একটি ট্রাক এসে মোঃ মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাড়ায়। পরে তারা ৩জন বসে গল্প করার সময় হঠাৎ করেই বিকট শব্দ সহ ঘরের টিনের চাল উড়ে যায়। পাশের ওয়ালের অংশ উড়ে যাওয়াসহ ধোয়ার সৃষ্টি হয়। আমি সহ লোকজন এগিয়ে গিয়ে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় মিলন পড়ে রয়েছে। তার দুই পা ও হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ নুরুল ইসলাম আজম বলেন, হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মোঃ মিলনের দুই পায়ের ও হাতের মাংস উড়ে গেছে। রক্তক্ষরণ হওয়ার কারণে তার রক্তের প্রয়োজন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হবে।