২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধান কবির আহামদ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার বিভিন্ন প্রকল্পের চলমান উন্নয়ন পরিদর্শন করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ (অতিরিক্ত সচিব)।

শুক্রবার বিকেল ৫ টায় সান্তাহার পৌরসভায় আসেন তিনি। এই উপলক্ষে সান্তাহার পৌরসভার কনফারেন্স রুমে পৌরসভার প্রশাসক নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, প্রকল্প ঠিকাদারসহ সাবেক কাউন্সিলরগণ।

সভাশেষে পৌর শহরের কয়েকটি এলাকায় স্থানীয় সরকার কোভিড-১৯ এবং বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) ঢাকা সদর দপ্তরের প্রকল্প পরিচালক সুজন কুমার কর, স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্পের প্রকল্প উপ-পরিচালক সাজ্জাদ কবির, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল প্রমূখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top