সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় গুরুত্বপূর্ণ রাস্তার মাঝখান থেকে প্রাচীর অপসারন দাবীতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এলরাকাবাসী। শনিবার সকালে বগুড়া পৌর সভার ১৪ নং ওয়ার্ডের বগুড়া- রংপুর মহাসড়কের ৪ (লেন মহাসড়ক) পুরান বগুড়া এলাকায় এই কর্মসূচী পালিত হয়। এলাকাবাসী হুঁশিয়ারী উচ্চারন করেন , আগামী ৭দিনের মধ্যে প্রাচীর অপরন না করলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়ক থেকে নর্থবেঙ্গল তেলের পাম্পের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাটি প্রাচীর দিয়ে সরু করেছে তেলের পাম্প মালিক। ফলে প্রতিদিন চলাচলে দূর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী।
এ ছাড়া ওই এলাকায় কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ী যেতে পারে না। আমরা পাম্প মালিকের নিকট বার বার অপসারনের দাবী করলেও কর্ণপাত করছে না। তাই ৭ দিনের মধ্যে প্রাচীর অপসারন করতে হবে।
নইলে আরো কঠোর কর্মসূচী পালনে বাধ্য হবো। স্থানীয় পুরান বগুড়া হিন্দু পাড়া, ইসলাম নগর, জান্নাত নগর, এরশাদ নগর ও ছিলিমপুরবাসীর অয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য দেন স্থানীয় হাফেজিয়া মাদরাসার প্রধান মাওলানা আব্দুল মতিন, বিজন কুমার মন্ডল, শফিকুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, যুব নেতা সেলিম মোল্লা, জালাল উদ্দিন, গৌতম কুমার, বিজয় কুমার , নয়ন প্রমুখ।