জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মোঃ আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার দুপুর ১২টায় বিভাগীয় চেয়ারম্যান অফিসে সিএসআইটি বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় সদ্য বিদায়ী চেয়ারম্যান প্রফেসর চিন্ময় ব্যাপারী নবনিযুক্ত চেয়ারম্যান এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে সিএসই অনুষদের প্রফেসর ড. মোঃ খোকন হোসেন, এলএ অনুষদের ডিন ও সিএসআইটি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, আইকিইউসির অতিরিক্ত পরিচালক ও সিএসআইটি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ, প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান, প্রফেসর ড. এস.এম. তাওহিদুল ইসলাম, প্রফেসর ড. গোলাম মোঃ মুরাদুল বশির, সিএসআইটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক মুহতাসিম, সেকশন অফিসার মোঃ জোবায়দুল হাসান হাওলাদার প্রমুখসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিএসআইটি বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদ্য বিদায়ী চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর এক অফিস আদেশে প্রফেসর মোঃ আতিকুর রহমানকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদের জন্য চেয়ারম্যান নিযুক্ত করেন। নবনিযুক্ত চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিএসই অনুষদ, সিএসআইটি বিভাগসহ সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করেছেন।