নিজস্ব প্রতিনিধি:
তফসিলভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় তা বরাদ্দের সুযোগ নেই এবং কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দেবে।
সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, “বিধিমালায় শাপলা প্রতীক নেই, তাই এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে। শাপলা প্রতীকের বিষয়ে কমিশন আগের অবস্থানেই রয়েছে।”
তিনি আরও বলেন, “কমিশন ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাবও আসেনি। ফলে কমিশনের সিদ্ধান্ত অপরিবর্তিত আছে।”
অন্যদিকে, শাপলা প্রতীক না পেলে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আমরা বিভিন্ন আইন প্রণেতা ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, শাপলাকে প্রতীক হিসেবে দেওয়ায় কোনো আইনি বাধা নেই। কিন্তু নির্বাচন কমিশন তা দিচ্ছে না। যদি তাদের এই স্বাধীনতাও না থাকে, তাহলে আমরা কিভাবে নির্বাচনে তাদের ওপর আস্থা রাখবো?”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “শাপলা প্রতীক পাওয়ার দাবিতে যদি রাজপথে নামতে হয়, এনসিপি শুধু প্রতীকের আন্দোলন নয়, নির্বাচন কমিশন পুনর্গঠনেরও আন্দোলন শুরু করবে।