মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা।
আনন্দ শোভাযাত্রাটি শহরের পান্না চত্বর ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার আহবায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যুবকদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে যুবক-বৃদ্ধ সকলে মিলে একসাথে আমরা কাজ করবো। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষ নিয়ে রাজবাড়ীর প্রতিটি ভোটারের ঘরে ঘরে যাবো আমরা।