মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্তে বাঁধা প্রদান করায় মাকে ব্যাট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বখাটে। পুলিশ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়ী গ্রামের বখাটে তরিকুল শেখ (২৫) কে গ্রেপ্তার করেছে। তরিকুল একই গ্রামের মন্টু শেখের ছেলে।
ভুক্তভোগী শুকচাঁদ মন্ডল বলেন, তার মেয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে মেয়েকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতো। বাড়ীতে এসে তাকে জোড়পুর্বক তুলে নিয়ে যাবে বলে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিদের সাথে কয়েকবার বসার পরেও বখাটে তরিকুল কাউকে পরোয়া করতো না।
তিনি বলেন, সোমবার সকাল ৭টার দিকে আমার বাড়িতে গিয়ে জোর করে মেয়েকে তুলে নিতে হুমকি দেয়। এসময় মেয়ের মা শিরিনা বেগম বাঁধা দিলে তাকে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। মেয়ের মা অজ্ঞান হয়ে পড়লে তাকে রক্তাক্ত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়ার পথে আমার ভাই হাসমত মন্ডলকে ব্যাট দিয়ে আঘাৎ করে পালিয়ে যায়।
৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া ছাত্রী জানায়, তাকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। তার কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়েছে। এখন আমার উপায় কি? আজ মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি বিচার চাই।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, পুলিশ অভিযান চালিয়ে বখাটে তরিকুল শেখকে গ্রেপ্তার করেছে।