ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) বিকালে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চ চত্বরে গিয়ে সমবেত হয়।
র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেয়। পরে মুক্তমঞ্চ চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম।
এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লবসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে, আন্দোলনের এই সময়ে ত্যাগ ও সাহস নিয়ে সবাইকে মাঠে থাকতে হবে। বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি এই যুবদল আজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আর আগামীতেও এই সংগঠন দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।