২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইরুলের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ, গ্রেফতারের দাবি

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার বোয়ালিয়া ৬ছয় নাম্বার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১ নম্বর কাঞ্চন তলা গ্রামের বাসিন্দা নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত সাইরুলের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ চরমে উঠেছে। এলাকাবাসী ও বিএনপি নেতারা তার দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সূত্রে জানা যায়, সাইরুলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এমনকি ৩১ বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও সে এখনও আত্মগোপনে থেকে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, সাইরুল প্রতিনিয়ত মাদক, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত।

বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রানা জানান, সম্প্রতি সাইরুল বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করছিল। এ বিষয়ে রানা বলেন, “সাইরুল বিএনপির কেউ নয়। সে আমাদের দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে। আমরা বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করেছি যাতে কেউ বিভ্রান্ত না হয়।”

রানা আরও জানান, সাইরুল ও তার ভাই হাসান বিএনপির স্থানীয় নেতাদের কাছ থেকে একটি লিখিত কাগজ সংগ্রহ করে তা পুঁজি করে বিভিন্ন জনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। বিষয়টি এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

এদিকে বোয়ালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্যামল ও আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাইরুল চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হওয়ায় প্রশাসনও অনেক সময় তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করে। ফলে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকাবাসী ও বিএনপি সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রানা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেছেন, “সাইরুলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top