২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’, ভারতের উপকূলে প্রবল বৃষ্টির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ উপকূলের দিকে এগোচ্ছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, শেষ ছয় ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি।

আইএমডি বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে ‘মন্থা’ আছড়ে পড়বে। মঙ্গলবার সকাল নাগাদ এটি ‘প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে অবস্থান করবে। আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে এবং দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ভারতের অন্ধ্র, তামিলনাড়ু এবং ওড়িশা রাজ্যে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলো থেকে মানুষজন সরানো হচ্ছে। মঙ্গলবার এই তিন রাজ্যে স্কুল বন্ধ রাখা হয়েছে এবং কিছু ট্রেন বাতিল করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার এবং বুধবার ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পরিস্থিতির উপর নজর রাখছেন এবং হেল্পলাইন ও কন্ট্রোলরুম খোলা হয়েছে।

তামিলনাড়ুতে ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে, রাজধানী চেন্নাইতে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, প্রশাসন সব রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পেডাপল্লি, আদিলাবাদসহ তেলঙ্গানার কিছু জেলাতেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটকের উপকূলবর্তী উদুপি, উত্তর ও দক্ষিণ কন্নড় জেলাতেও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারতের রেল ও বিমান পরিষেবায় প্রভাব পড়তে পারে। দক্ষিণ ও মধ্যাঞ্চলের রেল বিভাগ কিছু ট্রেন বাতিল করেছে, অন্ধ্রের বিশাখাপত্তনম জেলাতেও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা জানিয়েছে।

ওড়িশার গজপতি জেলায় সোমবার রাত থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং সমুদ্র তীরবর্তী মানুষজনকে নিরাপদ স্থানে সরানোর জন্য সতর্ক করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top