১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করলেন তার উত্তরসূরীর নাম

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, যদি কোনো কারণে তিনি আর দায়িত্ব পালন করতে না পারেন, সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন। বিষয়টি ঘোষণা করা হয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফার মাধ্যমে।

আব্বাসের লিখিত ঘোষণায় বলা হয়েছে, অস্থায়ীভাবে দায়িত্ব গ্রহণকারী ভাইস প্রেসিডেন্টের কাজ হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

ফিলিস্তিনের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। কোনো কারণে তা সম্ভব না হলে বিদায়ী প্রেসিডেন্ট আরও এক মেয়াদ দায়িত্ব পালন করবেন। সংবিধানের ডিক্রি নম্বর একে অনুযায়ী, প্রেসিডেন্ট পদ শূন্য হলে প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কাউন্সিলের স্পিকার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। আব্বাসের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী ডিক্রি নম্বর ১ বাতিল করা হয়েছে এবং তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

আব্বাস লিখেছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনের রাজনৈতিক ব্যবস্থা রক্ষা, মাতৃভূমির নিরাপত্তা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।

মাহমুদ আব্বাস ২০০৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন। এর আগে ২০০৪ সালে অবিসংবাদিত নেতা ইয়াসের আরাফাতের মৃত্যুর পর তিনি ফিলিস্তিনের নেতৃত্বে আসেন এবং গত ২০ বছর ধরে দায়িত্ব পালন করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top