২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক, তবে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধি:

ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২৮ নভেম্বর তার ঢাকায় আগমনের কথা রয়েছে। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ড. জাকির নায়েকের সফরের বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনেছেন।

সাক্ষাৎকারে তৌহিদ হোসেন আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি নির্বাচন কমিশন দেখভাল করবে। সরকার এমন কাউকে আনতে চায় না, যার উপস্থিতিতে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হতে পারে।

তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন নিয়ে বাংলাদেশের বন্ধুরাষ্ট্রগুলোর কোনো সংশয় নেই।

বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top