মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ডালপা এলাকার মাওলানা বদিউল আলম এর সন্তান বিশ্বজয়ী হাফেজ, সাইফুর রহমান ত্বকী(২৫) এর ইন্তেকালে মুরাদনগর উপজেলা কওমি তরুণ উলামা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।
তিনি আজ ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় একটি রাজধানীর মুগদা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন হাফেজ ত্বকীর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী শায়খ নেছার আহমদ আন নাছিরী।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সেবামূলক সমাজিক ও অরাজনৈতিক দ্বীনি সংগঠন মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ এর শুরা সদস্যদের পক্ষ থেকে মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার এই শোক জানান।
হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ ঢাকা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগীতায় বিজয়ী হয়েছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।
বিশ্বজয়ী এই হাফেজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এক পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।
মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁহার শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা তাহাকে মর্যাদার সু-উচ্চ আসন জান্নাতুল ফিরদাউস ও মাগফিরাত দান করুন এবং তাহার রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারবর্গ অসংখ্য বিদগ্ধ হাফেজ আলেম ও গুণগ্রাহী কে এ জাতি রক্ষা করে চলার মতো তাওফিক দান করুন।
হাফেজ সাইফুর রহমান ত্বকী বিশ্বের একাধিক দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন। ২০১৭ সনে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও তিনি কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন।