মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদকে ফুলেল সংবর্ধনার মাধ্যমে বরণ করেছে তার নিজ এলাকা নীলফামারীর কচুকাটার দোন্দুরীর স্থানীয় জনতা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে দোন্দুরী বাজার এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এ সময় রাকসু ভিপিকে ফুল দিয়ে বরণ করেন নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, রংপুর মহানগরী ছাত্রশিবির সভাপতি নুরুল হুদা, জামায়াতে ইসলামী নীলফামারী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আহমদ রায়হান এবং নীলফামারী শহর ছাত্রশিবির সভাপতি মাজেদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাকসুর নির্বাচনে মোস্তাকুর রহমান জাহিদের বিজয় ন্যায়, আদর্শ ও শিক্ষাবান্ধব নেতৃত্বে তরুণ প্রজন্মের আস্থার প্রতিফলন। তারা বলেন, শিক্ষাঙ্গনে ইতিবাচক, সৃজনশীল ও মূল্যবোধনির্ভর রাজনীতির ধারা অব্যাহত রাখতে তার ভূমিকা অনুকরণীয় হবে।
সংবর্ধনা শেষে উপস্থিত জনতার করতালিতে মোস্তাকুর রহমান জাহিদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ভালোবাসা আমার প্রেরণা। আমি শিক্ষার্থীদের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবো।”
অনুষ্ঠান শেষে দোন্দুরী বাজারে স্থানীয়দের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।